রহস্যময় চীনা ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

চীনের পক্ষ থেকে সেখানে ‘রহস্যময়’ ভাইরাসে আক্রান্ত মানুষের যে পরিসংখ্যান হাজির করা হয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। বেইজিং-এর দাবি অনুযায়ী এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ জন। তবে ব্রিটিশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই সংখ্যা দেড় হাজারেরও বেশি। ‘নতুন’ এই করোনা ভাইরাসে গত বছর ডিসেম্বরে উহান শহরে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ায় একে উহান ভাইরাস নামে ডাকা হচ্ছে।noname

চীনে এখন পর্যন্ত আতঙ্কের বড় কারণ 'সার্স'। করোনা ভাইরাস থেকে সৃষ্ট এই রোগের ভয়াবহতা আগেও দেখেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। ২০০২ থেকে ২০০৩ সালে চীনের মূল ভূখণ্ডে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪৯ জনের মৃত্যু হয়েছিল। সে সময় হংকংয়ে মারা যান আরও ২৯৯ জন। এবারে নতুন রহস্যময় এক ভাইরাস নিয়ে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জরিপ পরিচালনা করেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বৈশ্বিক সংক্রামক রোগ বিশ্লেষণ বিভাগের এমআরসি সেন্টার।

রহস্যময় নতুন ভাইরাসটি মূলত চীনের উহান শহর থেকে ছড়াচ্ছে। তবে থাইল্যান্ডে দুই জন ও জাপানে একজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। এমআরসি সেন্টারের অধ্যাপক নীল ফার্গুসন বলেন, উহান থেকে অন্য দেশে যাওয়া তিন জন আক্রান্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে খবর না পাওয়া আর ও অনেকে আক্রান্ত হয়েছে।