দিল্লির বিধানসভা নির্বাচন ঘিরে বড় পরিকল্পনা বিজেপির

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে দিল্লির বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টির কাছ থেকে এই বিধানসভার নিয়ন্ত্রণ কেড়ে নিতে বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচনে ভোট গ্রহণের আগে ২০ দিনে ৫ হাজার পদযাত্রা করার পরিকল্পনা করেছে দলটি। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।noname

২০১৫ সালের নির্বাচনে দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয় পায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মাত্র তিনটি আসন পায় বিজেপি। ওই ব্যর্থতা ভুলতে বিশাল পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দলটি।

বিশেষজ্ঞরা বলছেন ২০ দিনে পাঁচ হাজার পদযাত্রা করতে হলে ৭০টি আসনের জন্য প্রতিটিতে চারটি করে দিনে ২৫০টি পদযাত্রা করতে হবে। বিজেপি নেতাদের বিশ্বাস প্রতিটি পদযাত্রায় দুইশো জন কর্মী সমর্থককে অংশ গ্রহণ করানো হবে। ছোট পদযাত্রা করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চায় বিজেপি। এসব পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারাও।

বিজেপি নেতারা বলছেন, একশো জন কেন্দ্রীয় নেতার তালিকা তৈরি হচ্ছে। তারা প্রত্যেকেত তিন-চারটি পদযাত্রার নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অন্তত দশটি পদযাত্রায় শামিল করতে চায় দলীয় নেতারা। তবে এখন পর্যন্ত তিনটি পদযাত্রায় উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আর গণনা শেষে ফল ঘোষণা করা হবে ১১ ফেব্রুয়ারি। ইতোমধ্যে ৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে করেছে বিজেপি। এই তালিকায় রয়েছেন বিজেন্দর গুপ্তা ও আম আদমি পার্টির সাবেক বিধায়ক কপিল মিশ্রও।