রহস্যময় ভাইরাস: আরও ১৭ জন আক্রান্তের খবর নিশ্চিত করলো চীন

নতুন ধরনের রহস্যময় ভাইরাসে আরও ১৭ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে চীন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে উহান পৌর স্বাস্থ্য কাউন্সিল। সরকারি হিসেবে, এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দুই জন। আক্রান্তদের সবাই উহানের নাগরিক।noname

শনিবার ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেন, নতুন এই ভাইরাসে আক্রান্ত মানুষের যে পরিসংখ্যান চীন হাজির করছে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তাদের দাবি এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭০০ জন।  ‘নতুন’ এই করোনা ভাইরাস চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ায় একে উহান ভাইরাস বলছেন অনেকে।

উহান জিনিনটাল হাসপাতালের চিফ ফিজিশিয়ান হুয়ান চাওলিন বলেছেন, গত ১৬ ও ১৭ জানুয়ারি করা পরীক্ষার ভিত্তিতে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।