কুদস ফোর্সের নতুন কমান্ডারকেও হত্যার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের নতুন কমান্ডারকেও হত্যার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি ইরাকে মার্কিন ড্রোন হামলা চালিয়ে এ ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। পরে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিকে তার স্থলাভিষিক্ত করে তেহরান। তবে ২১ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তাকেও হত্যার হুমকি দেন যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক।noname
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে সৌদি মালিকানাধীন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ব্রায়ান হুক। তিনি বলেন, ইসমাইল কায়ানি যদি জেনারেল কাসেম সোলাইমানির মতো মার্কিন নাগরিকদের হত্যার পথ বেছে নেন তাহলে তাকেও একই পরিণতি বরণ করতে হবে।

ব্রায়ান হুক বলেন, এটি কোনও নতুন হুমকি নয় বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় বলে থাকেন যে, মার্কিন স্বার্থ রক্ষায় তিনি চূড়ান্ত আঘাত হানবেন।

উল্লেখ্য, জেনারেল কায়ানি নিয়োগ পাওয়ার পর ৯ জানুয়ারি তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে প্রতিশ্রুতি দেন, সর্বশক্তি দিয়ে তিনি তার পূর্বসূরির পথ অনুসরণ করবেন। তার লক্ষ্য হবে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের অপসারণ নিশ্চিত করা। সূত্র: পার্স টুডে।