ভূমিকম্পে নিহত ব্যক্তির মরদেহ কাঁধে তুলে নিলেন এরদোয়ান

পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে ভূমিকম্পে নিহত দুই ব্যক্তির জানাজায় অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার জানাজা শেষে তাদের মরদেহ কাঁধে করে বহন করতেও দেখা গেছে তাকে।noname

শুক্রবার রাতে তুরস্কে ৬ দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর তীব্রতা প্রতিবেশী দেশ সিরিয়া ও জর্জিয়াতেও অনুভূত হয়। ভূমিকম্পে তুরস্কে অন্তত ৩১ জন নিহত ও বারোশ’র বেশি মানুষ আহত হয়।

শনিবার ভূমিকম্পে নিহত এক মা ও ছেলের জানাজায় অংশ নিয়ে এরদোয়ান বলেন, ‘আমরা বহু ভূমিকম্পের কবলে পড়েছি, কিন্তু জাতি হিসেবে অকাতরে আবারও উঠে দাঁড়িয়েছি।’ আক্রান্তদের উদ্ধার এবং অবকাঠামো পুনর্নির্মাণে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘দুর্গত জেলাগুলোর কোনও মানুষকে আমরা আশ্রয়হীন রাখবো না।’ জানাজায় অংশ নেওয়া ছাড়াও দুর্গত এলাকা পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট।

এর আগে ১৯৯৯ সালে তুরস্কের ইজমিত শহরে ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ১৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। ২০১১ সালে অপর এক ভূমিকম্পে ভান ও এরসিস শহরে অন্তত ৫২৩ জনের প্রাণহানি ঘটে।