মহামারি ঠেকাতে বন্যপ্রাণীর ব্যবসায় বিধিনিষেধ চীনের

করোনা ভাইরাস নিয়ে মহামারি ঠেকাতে বন্যপ্রাণীর ব্যবসায় বিধিনিষেধ আরোপ করেছে চীন। কেননা, এ ধরনের প্রাণীর মাধ্যমেই করোনা ভাইরাস মানবদেহে প্রবেশ করে থাকে বলে প্রতীয়মান হচ্ছে। ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাজার, রেস্টুরেন্ট ও ই-কমার্স সাইটগুলোতে বন্যপ্রাণী কেনাবেচা অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।noname
আল জাজিরা-র চীন প্রতিনিধি স্কট হাইদলার জানিয়েছেন, আগে থেকেই যেসব প্রতিষ্ঠান বন্যপ্রাণীর ব্যবসা করে তারা এই নির্দেশনার আওতাভুক্ত হবে না। তবে সেগুলোকে অবশ্য জীবাণুমুক্ত হতে হবে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস ইতোমধ্যেই রাজধানী বেইজিংসহ দেশটির ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

রবিবার সকালে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। অন্তত এক হাজার ৯৮৫ জনের আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আরও আড়াই হাজারেরও বেশি মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শনিবার প্রেসিডেন্ট শি জিনপিং বিদ্যমান অবস্থাকে গুরুতর পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন।

চীনের কৃষি মন্ত্রণালয়সহ তিন সংস্থার যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সব প্রজাতির বন্য প্রাণীর উৎপাদন, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ ঘোষণার দিন থেকে দেশের বর্তমান মহামারী পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।’

উল্লেখ্য, এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। উহানসহ মোট তিনটি শহরের প্রায় দুই কোটি মানুষকে শহর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।