হলোকাস্টে নেদারল্যান্ডসের ভূমিকায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের ইহুদি নিধনযজ্ঞ হলোকাস্টে নিজ দেশের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। ইহুদিদের রক্ষায় ব্যর্থতার জন্যও ক্ষমা প্রার্থনা করেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি) পোল্যান্ডের অসউইটজ ডেথ ক্যাম্পের ৭৫তম বার্ষিকীতে প্রথম ডাচ প্রধানমন্ত্রী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন।noname

হলোকাস্টে নিহত ৬০ লাখ ইহুদির মধ্যে প্রায় এক লাখ দুই হাজারই ছিলো নেদারল্যান্ডসের বাসিন্দা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ডাচ প্রধানমন্ত্রীরা হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ইহুদিদের সঙ্গে করা আচরণের কারণে ক্ষমা চেয়েছেন। তবে হলোকাস্টে ভূমিকা নিয়ে মন্তব্য করা থেকে দূরে থেকেছেন।

সোমবার মার্ক রুট বলেন, ‘এখন পর্যন্ত আমাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের কাছে ওই সময়ের সরকারের ভূমিকার জন্য আমি বর্তমান সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই’। তিনি বলেন, ‘কোনও শব্দ দিয়েই হলোকাস্টের ভয়াবহতা ও নৃশংসতা বর্ণনা করা যায় না জেনেও আমি ক্ষমা চাইছি’।

হলোকাস্টে নিজ দেশের বিপুল সংখ্যক ইহুদি নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মার্ক রুট বলেন, ‘আমরা নিজেদের প্রশ্ন করেছিলাম: এটা কিভাবে হতে পারলো? সামগ্রিকভাবে আমরা খুব সামান্য ভূমিকা নিয়েছি। যথেষ্ট সুরক্ষা দিতে পারিনি, যথেষ্ট সাহায্য করতে পারিনি এমনকি যথেষ্ট স্বীকৃতিও দিতে পারিনি’।