সড়কে অবতরণ করলো ইরানি বিমান

ইরানের এক যাত্রীবাহী বিমান রানওয়েতে অবতরণ না করে নিকটবর্তী এক মহাসড়কে অবতরণ করেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বন্দর মাহসাহরে এ ঘটনা ঘটে। ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।    

1944831-1952043477

ম্যাকডোনেল ডগলাস জেট বিমানটি ইরানের ক্যাসপিয়ান এয়ারলাইন্সের। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে বিমানটি উড্ডয়ন করে।

খুজেস্তান প্রদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ রেজা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে জানান, ‘মাহসাহর বিমানবন্দরে পৌঁছানোর পর পাইলট বিমান অবতরণ করাতে দেরি করেন। এতে রানওয়েতে নামতে পারেননি তিনি।’ মোহাম্মদ রেজা বলেন, এতে বিমানটি রানওয়ে পার হয়ে বিমানবন্দরের কাছেই এক সড়কে অবতরণ করে। তবে যাত্রীরা সবাই নিরাপদ আছেন।  

ওই বিমানে থাকা প্রেস টিভির এক সাংবাদিক বলেন, বিমানের পেছনের চাকা ভেঙে গিয়েছিলো। তাই সেটি অবতরণে বিলম্ব হয়।