আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত নিয়ে ধোঁয়াশা

আফগানিস্তানের গজনি প্রদেশে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্তের কারণ কিংবা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। কেউ এই বিধ্বস্তের জন্য দায়ও স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এমনটা দাবি করলেও বিমান কর্তৃক্ষের দাবি তাদের কোনও বিমান বিধ্বস্ত হয়নি। একই কথা বলছেন এভিয়েশেন কর্মকর্তারাও।  ফলে বিমান বিধ্বস্তের এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।  



plane-crash

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,বিমানটি আফগান এয়ারলাইন্স আরিয়ানার ছিলো। গজনির দেহ-ইয়াক জেলায় এই বিমানটি বিধ্বস্ত হয়। ওই স্থানে তালেবানদের শক্তিশালী বিচরণ রয়েছে।

তবে এয়ারলাইন্সটি দাবি করেছে, তাদের সব বিমানই ঠিকঠাক রয়েছে। আর সরকার জানায়, কোনও বেসামরিক বিমান বিধ্বস্ত হয়নি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাদিহ বলেন, তারা এখনও বিমানটি খুঁজে পাননি।

এখনও বিধ্বস্তের কারণ ও হতাহতের খবরও জানাতে পারেননি কেউ।