চীনা নাগরিকদের ভিসায় বিধিনিষেধ শ্রীলঙ্কার

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে দেশটির নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন লঙ্কান স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ানিআরসি। তিনি জানান, চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ (বিমাবন্দরে নামার পর দেওয়া ভিসা) দেওয়া স্থগিত করেছে কলম্বো। এই স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।noname
শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে চীনা নাগরিকরা শ্রীলঙ্কায় প্রবেশের আগে তাদের নিজ দেশ থেকে ভিসা আবেদন জমা দিতে হবে।

করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে ইতোমধ্যেই এ ভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে এটি ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

উদ্ভূত পরিস্থিতিতে উহান থেকে নিজেদের নাগরিক ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। সূত্র : আল জাজিরা।