পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব ভারতের

ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছেন দেশটির সরকার। হালা শহরে বিয়ের মাঝ থেকে এক হিন্দু নারীকে অপহরণের যে অভিযোগ উঠেছে তা নিয়ে জবাব চাওয়া হয়েছে পাকিস্তানি কর্মকর্তার কাছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

download-1580214369শনিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিয়ের মাঝ থেকে এক হিন্দু নারীকে অপহরণের অভিযোগ ওঠে। বলা হচ্ছে স্থানীয় পুলিশের সহায়তায় এলাকাবাসীই তাকে অপহরণ করে। তার পরিবার এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে ভারত সরকার এর তদন্ত দাবি করে এবং অপরাধীকে শাস্তির আওতায় আনার আহ্বান জানায়। তারা বলে, ইমরান খান সরকার দেশটির সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ।

অল পাকিস্তান হিন্দু পরিষদ জানায়, ভার্তি বাই নামে ওই নারীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র গোষ্ঠী। তারপর তাকে ইসলামে ধর্মান্তরিত করে শাহরুখ গুল নামে একজনের সঙ্গে বিয়ে দেয়। এরপর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করা হয় গত ডিসেম্বরেই ইসলাম গ্রহণ করেছিলেন সেই নারী এবং তার নাম রাখা হয় বুশরা।

পাকিস্তানে মোট জনসংখ্যার ২ শতাংশ হিন্দু। সিন্ধ প্রদেশেই তাদের বসবাস বেশি। ভারত সরকার জানায়, প্রায়ই জোর করে ধর্মান্তরিত করার খবরে তারা উদ্বিগ্ন। এর আগে চলতি মাসের শুরুর দিকে ১৫ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে অপহরণের পরে ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে। এছাড়া ১৪ জানুয়ারি আরও দুটি অপহরণের খবর পাওয়া যায়।