ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার কড়া সমালোচনা এরদোয়ানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা ‘একদমই অগ্রহণযোগ্য’।

24028342-7942333-image-m-43_1580297409011মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করা হয়। ট্রাম্পের কথিত এই ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে এটি মোকাবিলার উপায় নিয়ে আলোচনার জন্য আরব লিগের একটি বিশেষ অধিবেশন চায় ফিলিস্তিন। আরব লিগও বিশেষ বৈঠকে বসে এই পরিকল্পনার সমালোচনা করে।

এরদোয়ান বলেন, জেরুজালেম মুসলিমদের জন্য পবিত্র স্থান। জেরুজালেম ইসরায়েলকে দিয়ে দেওয়ার পরিকল্পনা মেনে নেওয়া যায় না। এই পরিকল্পনা ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত করে এবং ইসরায়েলের অবৈধ বসতিকে বৈধতা দেয়।

ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না।