ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলা, আহত ৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে অন্তত ৪১ জন আহত হয়েছে। 

thumbs_b_c_3bd846f59143b0232cf84de8f13dc455

২৮ জানুয়ারি বহুল আলোচিত ডিল অব দ্য সেঞ্চুরি বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ নামের ইসরায়েল ঘেঁষা একটি পরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না। অন্যদিকে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বুধবার ডিল অব দ্য সেঞ্চুরি ঘোষণার প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে। নিন্দা জানিয়ে ফিলিস্তিনের বেথেলহাম, দক্ষিণ জেরুজালেম, জর্ডান উপত্যকা ও হেবরনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইসরায়েলের সেনাবাহিনী। তখন তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিন জর্ডানের রাজধানী আম্মানেও বিক্ষোভ হয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণার পর এর প্রতিবাদ জানিয়ে চালু করা #ফ্রিপ্যালেস্টাইন হ্যাশট্যাগ সামাজিক যোগাযোগামাধ্যম টুইটারের ট্রেন্ডিং তালিকায় শীর্ষে উঠে এসেছে।