যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ

যুক্তরাষ্ট্রে মানবদেহ থেকে মানবদেহ প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। চিকিৎসকরা জানান, নতুন এই রোগী কখনোই চীনে যাননি। তিনি শিকাগোর বাসিন্দা। এই নিয়ে দেশটিতে মোট ছয়জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_4ec6a48224e41c251875f2acad28cd14

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।

যুক্তরাষ্ট্রে এর আগে করোন ভাইরাসের আক্রান্তরা সবাই সম্প্রতি চীনের উহানে গিয়েছিলেন। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র জানায়, তারা আশঙ্কা করছিলেন যে মার্কিনিদের মধ্যে এই রোগ সংক্রমণ হতে পারে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো।

গত ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে এই রোগের সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে বসবাসকারী মার্কিনির দেহেই এবার এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। তবে তারা দুজনেই ম্বাভাবিক আছেন বলে জানিযেছে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।  

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্রের পরিচালক রবার্ট আর রেডফিল্ড বলেন, আমরা বুঝতে পারছি যে এটা খুবই উদ্বেগের ব্যাপার। তবে এখন পর্যন্ত আমরা যে লক্ষণ পেয়েছি তাতে মার্কিন নাগরিকদের ঝুঁকি বেশ কম।’

সংস্থাটি জানায়, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুই থেকে ১৪ দিনের মধ্যে এর লক্ষ্মণগুলো প্রকাশ পেতে থাকে।