পঙ্গপালের আক্রমণ ঠেকাতে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা

মরু পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শনিবার দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি দেশটির সিন্ধু প্রদেশের পর পাঞ্জাবেও পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে।noname

গত বছরের মার্চে প্রথম বারের মতো পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ শনাক্ত হয়। পরে সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও দক্ষিণ পাখতুন ওয়ালা প্রদেশের প্রায় নয় লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে এই পতঙ্গ। এতে কোটি কোটি রুপি মূল্যের ফসল নষ্ট হয়েছে।

এমন প্রেক্ষাপটে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসে দেশটির মন্ত্রিসভার সদস্য ও চারটি প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই বৈঠকে পঙ্গপালের সংকট মোকাবিলায় ৭৩০ কোটি রুপি বরাদ্দ করা হয়।

বৈঠকে পঙ্গপাল ছড়িয়ে পড়া এবং ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান।