ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

রবিবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগীকে শনাক্ত করেছে ভারত। এর তিন দিন আগে একই রাজ্যে দেশটির প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।noname

গত ৩০ জানুয়ারি কেরালার এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। আক্রান্ত ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘নোবেল করোনা ভাইরাস আক্রান্ত দ্বিতীয় রোগী কেরালায় শনাক্ত হয়েছে। এই রোগীর চীন ভ্রমণের ইতিহাস রয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার এক পর্যায়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এরইমধ্যে চীনের সব প্রদেশ ও বিশ্বের অন্তত ২৫টি দেশসহ দুইটি অঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে প্রথমবারের মতো ফিলিপাইনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।