চীনে রাশিয়ার সামরিক বিমান

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে চীনে সামরিক বিমান পাঠিয়েছে রাশিয়া। মঙ্গলবার নাগাদ সেখানে অবস্থানরত ১৩০ জনেরও বেশি রুশ নাগরিককে দেশে ফেরানোর কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।ফাইল ছবি
চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ জানিয়েছেন, বিমানগুলো পাঠানোর ব্যাপারে মঙ্গলবার চীনা কর্তৃপক্ষের লিখিত অনুমতি পেয়েছে মস্কো।

চীন থেকে ফেরা  রুশ নাগরিকদের ১৪ দিন আলাদা করে রাখা হবে বলে জানা গেছে।

এদিকে চীনে ইস্যু করা সব ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই নজিরবিহীন পদক্ষেপের অর্থ হচ্ছে, কোনও চীনা নাগরিক বা চীনে বসবাসরত অন্য দেশের কোনও নাগরিক ইতোপূর্বে ভারতীয় ভিসা পেয়ে থাকলেও এখন আর তারা দেশটিতে ঢুকতে পারবে না। প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে চার শতাধিক মানুষের মৃত্যুর পর এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার সকালে টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।