তুরস্কে রানওয়ে থেকে বিমান ছিটকে নিহত ৩, আহত ১৫০

তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে তিন টুকরো হয়ে গেছে। দুর্ঘটনায়  অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_110787749_059734207-1

পেগাসাস এয়ারলাইন্সের ওই বিমানটিতে ১৭১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।  ইস্তানবুলের সাবিহা গোকসেন বিমানবন্দরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ এর বিমানটি যখন অবতরণ করে তখন প্রচুর বৃষ্টি ও বাতাস হচ্ছিলো।

এই ঘটনার পর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। তুর্কি সংবাদমাধ্যমগুলো জানায়, বিমানে থাকা বেশিরভাগই তুরস্কের নাগরিক। তবে ২০ জন বিদেশিও ছিলেন বিমানটিতে।

ইস্তানবুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেন, দুর্ভাগ্যবশত পেগাসাস এয়ারলাইন্সের বিমানটি বৈরি আবহাওয়ার কারণে অবতরণের পর স্থির থাকতে পারেনি। তারা রানওয়ে থেকে ৫০-৬০ মিটার ছিটকে গেছে।  

বিমানে থাকা একজন তুর্কি নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা। তিনি বলেন আহতদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।