ভেনেজুয়েলায় মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ রাশিয়ার

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। শুক্রবার ওই নিষেধাজ্ঞাকে অবৈধ ও বেআইনি হিসেবে আখ্যায়িত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।সের্গেই ল্যাভরভ
শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ল্যাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণভাবে অবৈধ। এগুলোর কারণেই ভেনিজুয়েলার অর্থনীতিতে সংকট তৈরি হয়েছে।

ল্যাভরভ বলেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মনে করে। কারণ সব দেশের জন্য আইন সমান।

এর একদিন আগে ল্যাভরভ অভিযোগ করেন, ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তারা বিরোধী নেতা জুয়ান গুইদোকে সমর্থন দিয়ে দেশটিতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা করছে।