২৪ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন ট্রাম্প

দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর এবারই প্রথম ভারতে যাচ্ছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে তার সফরসূচি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা দুই বার ভারত সফর করেছিলেন।

noname

সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে  নিয়ে দিল্লি পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। পরদিন তিনি যাবেন আহমেদাবাদে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম বলেছেন, সফরকালে ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এই সফর ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুই দেশের নাগরিকদের নৈকট্য বাড়াবে।

দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে।

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের হিউস্টনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানাতে ‘হাউডি মোদি’ শীর্ষক এক সমাবেশে অংশ নিয়েছিলেন ট্রাম্প।