কেজরিওয়ালকে অভিনন্দন মোদির

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির নিরঙ্কুশ বিজয়ের জন্য দলটির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়নি। তবে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোট গণনা শুরুর পর এখন পর্যন্ত বেসরকারিভাবে ৬২টি আসনে বিজয়ী বা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে কেজরিওয়ালের দল। আর প্রধান প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদির বিজেপি বিজয়ী বা এগিয়ে রয়েছে ৮টি আসনে।12
বেসরকারি ফলাফলে কেজরিওয়ালের জয় স্পষ্ট হতেই পরাজয় মেনে নেয় বিজেপি। টুইটারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালজিকে অভিনন্দন। দিল্লির মানুষের প্রত্যাশা পূরণে তাদের শুভ কামনা জানাই।’

এর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকেও। আমাদের রাজধানী শহরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে চাই।’

মঙ্গলবার ভোট গণনা শুরুর পর জয়ের আভাস পেতেই আম আদমি পার্টির নেতারা বলেন, সত্যিকার দেশপ্রেম যে মানুষের জন্য কাজ করা তা প্রতিফলিত হয়েছে এই ফলাফলে।

বিজেপির ফলাফল নিয়ে দলটির রাজ্য প্রধান মনোজ তিওয়ারি বলেছেন, ‘এখন যা দেখতে পাচ্ছি তা বুথ ফেরত জরিপ থেকে অনেক ভালো। কর্মীদের বলতে চাই, এখনই আশাহত হওয়ার কিছু নেই। অন্তত ২৭টি আসনে ভোটের ব্যবধান ৭০০ থেকে এক হাজার।

পর্যবেক্ষকরা বলছেন, দিল্লিতে এবারের নির্বাচনকে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি। শহুরে ভোটাররা শেষ পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ বা উন্নয়নকেই বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে আপের এই বিপুল সাফল্য ভারতের রাজনীতিতে কী তাৎপর্য বহন করছে? বস্তুত মাত্র আট-নয় মাস আগের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের মধ্যে সাতটিই গিয়েছিল বিজেপির দখলে। ফলে এই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি যে প্রায় ৯০ শতাংশ জিতে নেবে তা হয়তো দলীয় সমর্থকরাও অনেকে আশা করতে পারেনি।

দলের সদর দফতরে বিজয়োৎসবে শামিল হওয়া ব্যক্তিদের একজন নাজিয়া চৌধুরী। বিবিসিকে তিনি বলেন, "কেজরিওয়াল জিতবেন এটা জানাই ছিল। কারণ মনেপ্রাণে তার জয় চেয়েই খুব জোরে বোতাম টিপেছিলাম। আর বাস্তবতাও হলো, উনি সত্যিই কাজ করেছেন।"