খাবার ছাড়াই সাগরের বুকে ৩২ দিন!

যেন হলিউডের কোনও চলচ্চিত্র! খাবার ও পানি ছাড়া সাগরের বুকে কাটিয়ে দেওয়া ৩২ দিন। বাস্তবেই এমনটা ঘটেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বন্ধুবান্ধব নিয়ে বড়দিনের ছুটি কাটাতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে যাওয়ার পরিকল্পনা ছিল একদল পর্যটকের। তবে মাঝপথে এক নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়। বাকিরা ভাসতে ভাসতে চলে যান দুই হাজার কিলোমিটার দূরে। সেখানে বৃষ্টির পানি আর নারিকেল খেয়েই টানা ৩২ দিন বেঁচেছিলেন চারজন।

AR-200219802

গত ২৩ জানুয়ারি নিউ ক্যালেডোনিয়ার একটি ছোট দ্বীপ থেকে উদ্ধার করা হয় চার পর্যটককে। এর আগে বেশ কয়েকটি নৌযান আশপাশ দিয়ে গেলেও কেউই তাদের খেয়াল করেনি। বেঁচে যাওয়া চারজনের মধ্যে রয়েছে দু’জন পুরুষ, এক নারী ও ১২ বছরের একটি মেয়ে। চিকিৎসা শেষে গত শনিবার পাপুয়া নিউ গিনির হাই কমিশনারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের

সলোমন স্টার নিউজের বরাতে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২২ ডিসেম্বর পাপুয়া নিউ গিনির বোগেনভিল প্রদেশ থেকে যাত্রা শুরু করে ওই দলটি। গন্তব্য ছিল একশ’ কিলোমিটার দূরবর্তী কার্টারেট দ্বীপ।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ডমিনিক স্ট্যালি নামে এক যাত্রী জানান, সাগরের মধ্যে হঠাৎ তাদের ছোট নৌকাটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান। বাকিরা কোনোমতে নৌকাটি সোজা করতে পারলেও এর নিয়ন্ত্রণ হারান। ভাগ্যের ওপর সহায় হয়ে সাগরের স্রোতে ভাসতে থাকেন তারা। তিনি আরও বলেন, মরদেহগুলো নিয়ে কিছু করার ছিল না, তাদের সাগরেই ছেড়ে দিতে হয়। এক শিশুকে রেখে মারা যায় তার বাবা-মা। আমিই বাচ্চাটিকে ধরে রেখেছিলাম। কিন্তু পরে সেও মারা যায়।