করোনা আতঙ্ক: অবশেষে প্রমোদতরী ওয়েস্টারডামের ঠাঁই কম্বোডিয়ায়

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে এশিয়ার পাঁচটি বন্দরে নোঙ্গর করার অনুমতি মেলেনি ‘দ্য ওডিসি অফ দ্য এমএস ওয়েস্টারডাম’ নামের এক প্রমোদতরীর। অবশেষে বন্দরে বন্দরে ঘুরতে থাকা ওই জাহাজের ঠাঁই হয়েছে কম্বোডিয়ায়। বৃহস্পতিবার সকালে নোঙ্গর করার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন ওই নৌযানের যাত্রী ও ক্রুরা। আর কম্বোডিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস।

158

গত ১ ফেব্রুয়ারি ১৪৫৫ যাত্রী ও ৮০২ ক্রু নিয়ে হংকং ছাড়ে যুক্তরাষ্ট্রভিত্তিক হল্যান্ড-আমেরিকা লাইনের প্রমোদতরী ওয়েস্টারডাম। দুই সপ্তাহের মধ্যে নোঙ্গর করার কথা ছিল এই নৌযানের। তবে বিশ্বব্যাপী করোনা আতঙ্কের কারণে তাকে ঘুরতে হয়েছে জাপান, থাইল্যান্ড ও তাইওয়ানের মতো বিভিন্ন দেশের বন্দর।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাঞ্জেলা জোনেস নামের এক যাত্রী বলেন, ‘আজ সকালে জাহাজ নোঙ্গর করার সময়টা ছিল শ্বাসরুদ্ধকর মুহূর্ত। ভাবছি, এটা কি সত্যি!’

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েস্টারডামের অবস্থানরতদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের কারও মধ্যে করোনা ভাইরাসে অস্তিত্ব পাওয়া যায়নি। জাহাজের ক্যাপ্টেন ভিনসেন্ট স্মিথ বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার পর এতে অবস্থানরতদের নৌযান ছাড়ার অনুমতি দেওয়া হবে।’