আসাদের সঙ্গে সাক্ষাৎ ইরানের স্পিকারের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ইরানের স্পিকার আলী লারিজানি। রবিবার দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।12
আলোচনাকালে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন দুই রাজনীতিক।

দামেস্কের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ইরানের স্পিকার। এ সময় তিনি বলেন, সিরিয়া প্রতিরোধ ফ্রন্টের (ইরান সমর্থিত গোষ্ঠী) সঙ্গে যুক্ত রয়েছে। এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে যেসব ষড়যন্ত্র রয়েছে তা মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিবিড়ভাবে আলাপ-আলোচন প্রয়োজন।

সিরিয়ার ইদলিব প্রদেশে এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশ দীর্ঘদিন ধরে আসাদবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে অঞ্চলটির দখল নেওয়ার চেষ্টা করে আসাদ বাহিনী। এমন পরিস্থিতিতে রবিবার সিরিয়ায় পৌঁছেই মিত্র আসাদের সঙ্গে বৈঠকে মিলিত হন ইরানের স্পিকার। সূত্র: পার্স টুডে।