আয়ারল্যান্ড উপকূলে ভেসে এলো ‘ভুতুড়ে’ জাহাজ

ইউরোপে ধেয়ে আসা ডেন্নিস ঝড়ের প্রভাবে আয়ারল্যান্ড উপকূলে আছড়ে পড়েছে একটি পরিবহন জাহাজ। মৎস্যজীবীদের গ্রামে পরিত্যক্ত জাহাজটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আটলান্টিক সমুদ্রে এক বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে পাড়ি দিয়েছে এই জাহাজটি। স্থানীয় ব্যালিকটন ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনের প্রধান জন তাত্তান আইরিশ এক্সামিনার সংবাদপত্রকে বলেছেন, ‘এরকম পরিত্যক্ত কিছু আমি আগে দেখিনি’।noname

পরিত্যক্ত জাহাজটিকে আল্টা নামে চিহ্নিত করা হয়েছে। এটির বেশ কয়েকটি নাম ও মালিকের কথা জানা গেছে। ১৯৭৬ সালে তৈরি জাহাজটি সর্বশেষ তানজানিয়ার পতাকা নিয়ে চলাচল করেছে। বিবিসি জানিয়েছে, জাহাজটির উদ্দেশ্যহীন চলাচলের কথা আগেই জানতো বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে জাহাজটিকে শনাক্ত করে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ।

সাধারণত নষ্ট হয়ে যাওয়া জাহাজ তার মালিকদের সম্পত্তি। পরবর্তীতে এটা নিয়ে কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত তারাই নিয়ে থাকেন। তবে কোনও জাহাজ যদি সমুদ্র পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে স্থানীয় কর্তৃপক্ষও সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে আইরিশ উপকূলে ভেসে আসা জাহাজটি থেকে দৃশ্যত কোন দূষণ নির্গত হচ্ছে না বলে জানিয়েছেন পরিদর্শকেরা। ফলে জাহাজটি নিয়ে কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আয়ারল্যান্ড কোস্টগার্ডসহ স্থানীয় কর্তৃপক্ষ।