যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে যে কোনও সময় আলোচনার জন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি আরব সফরে যাওয়ার আগে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বুধবার মাইক পম্পেও বলেছেন, ‘ইরানের সঙ্গে যে কোনও সময় আলোচনা করতে প্রস্তুত ওয়াশিংটন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে মৌলিকভাবে তাদের ব্যবহার পরিবর্তন প্রয়োজন।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা তাড়াহুড়া করছি না। আমরা সর্ম্পূণভাবে চাপ প্রয়োগের প্রচারণা চালিয়ে যাচ্ছি। এটি শুধু অর্থনৈতিক চাপের প্রচারণা নয়, কূটনীতির মাধ্যমেও তাদের বিচ্ছিন্ন করা হচ্ছে।’
শুক্রবার পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন মাইক পম্পেও। পরে সেখান থেকে ওমান সফরের কথা রয়েছে তার। তথ্য: আরব নিউজ