এবার মধ্যপ্রাচ্যে করোনার হানা, ইরানে ২ জনের মৃত্যু

 এবার মধ্যপ্রাচ্যেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভাইরাসে ইরানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ- এ তথ্য নিশ্চিত করে।

noname

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও বৃহস্পতিবার আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কমিশনের নিয়মিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২৩৩ জনে পৌঁছেছে। এছাড়া এদিন নতুন আক্রান্ত হয়েছে ৪১১ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৯৮৭ জনে। চীনের বাইরে এর হংকং, ফিলিপিন্স, ফ্রান্স এবং জাপানে করোনায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে দুই ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পরপরই তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ইরান। তবে মৃত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি দেশটি। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাতে আইআরএনএ জানিয়েছে, করোনা ভাইরাসে মারা যাওয়া দুই ব্যক্তি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরের একটি এলাকার বাসিন্দা।