আমিরাতে করোনা ভাইরাসে বাংলাদেশিসহ আক্রান্ত ১১

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি ও অন্যজন ফিলিপিনো। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার আমিরাতি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।noname
শুক্রবার শনাক্ত হওয়া বাংলাদেশির বয়স ৩৯ বছর। একইদিন শনাক্ত হওয়া ফিলিপিনোর বয়স ৩৪ বছর। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের সঙ্গে এ ভাইরাসে আক্রান্ত এক চীনা ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল।

আমিরাতে প্রথম এ ভাইরাস ধরা পড়ে গত ২৮ জানুয়ারি। তখন দেশটি সফররত একটি চীনা পরিবারের চার সদস্যের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এক পর্যায়ে রাজধানী বেইজিং ছাড়া চীনের মূল ভূখণ্ডের অন্যান্য স্থানে যাবতীয় যাত্রবাহী ফ্লাইট চলাচল স্থগিত করে দেশটি।

রয়টার্স জানিয়েছে, আমিরাতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই চীনা নাগরিক। এছাড়া দেশটিতে দুই ফিলিপিনো এবং এক ভারতীয় নাগরিকের শরীরেও এ ভাইরাস পাওয়া গেছে। তবে আক্রান্তদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে বা তারা দেশটির কোন কোন স্থানে গিয়েছিল সে সম্পর্কে মুখ খোলেনি আমিরাতি কর্তৃপক্ষ।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি শ্রমিক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তরা সবাই একই স্থানে কাজ করতেন। বর্তমানে তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

এদিকে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে বৃহস্পতিবার এ ভাইরাসে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কমিশনের নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৩৩। এছাড়া বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪১১ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৮৭।