মেলানিয়ার স্কুল পরিদর্শনের কর্মসূচি থেকে বাদ পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ভারত সফরে তার সঙ্গে থাকবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। দিল্লির একটি সরকারি স্কুলে ‘আনন্দময় ক্লাস’ পরিদর্শন করবেন মার্কিন ফার্স্ট লেডি। তবে ওই অনুষ্ঠানের শিডিউল থেকে বাদ পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মনিশ সিসোদা। রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) অভিযোগ, কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অনুষ্ঠান থেকে তাদের বাদ দিয়েছে।

১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি ভারত পৌঁছাবেন ট্রাম্প। ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ২৫ ফেব্রুয়ারি ব্যস্ত সময় কাটাবেন। ওই দিন বেশ কয়েকটি বৈঠক ও প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

২৫ ফেব্রুয়ারি বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ দিল্লির সরকারি স্কুল পরিদর্শনের কথা রয়েছে মেলানিয়া ট্রাম্পের। ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর কথা রয়েছে তার। আগের পরিকল্পনা অনুযায়ী সেখানে তাকে স্বাগত জানানোর কথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদার। আম আদমি পার্টির অভিযোগ, ইতোমধ্যেই দিল্লির দুই শীর্ষ নেতাকে ওই অনুষ্ঠান থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
দুই বছর আগে আনন্দময় কারিকুলাম পরিবর্তন করে স্কুল শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমানোর পরিকল্পনার প্রবর্তন করেন মনিশ সিসোদা।  ওই কারিকুলামে শিক্ষার্থীদের ৪০ মিনিট মেডিটেশন ও ক্লাস বহির্ভুত কর্মকাণ্ড রয়েছে। শনিবার নিজের সংসদীয় আসনের স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পর মনিশ সিসোদা বলেন, ‘আমরা তাদের (মার্কিন দূতাবাস) কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। আমরা তাদের বলেছি, তারা আসতে চাইলে স্বাগত জানানো হবে। কিন্তু স্কুল সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না’।

আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন সেই সময়ে নিজের মতো করে স্কুল সফর করবেন মার্কিন ফার্স্ট লেডি।