ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৮ শিক্ষার্থী নিহত

আকস্মিক বন্যার কবলে পড়ে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অন্তত আট শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া অপর দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, একটি হাই স্কুলের শিক্ষার্থীরা বেড়াতে গিয়ে আকস্মিক বন্যার কবলে পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে।noname

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার প্রায় আড়াইশো শিক্ষার্থী স্লেমান গ্রামে সেম্বর নদীর তীরে বেড়াতে যায়। ওই সময়ে আকস্মিক বন্যায় বেশ কয়েক শিক্ষার্থী ডুবে যায়। শনিবার উদ্ধারকারী কর্মকর্তা লালু এফেন্দি বলেন, উদ্ধারকারীরা আটটি মরদেহ পেয়েছে। আর নিখোঁজ দুই জনকে উদ্ধারে এখনও তল্লাশি চলছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বেড়াতে যাওয়া শিক্ষার্থীরা আবহাওয়ার পরিবর্তন ও বজ্রবৃষ্টিপাত সম্পর্কে সচেতন ছিলো না।  তিনি জানান, ২৩৯ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দশ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।