উচ্চারণে ভুল করলেন ট্রাম্প!

প্রথমবারের মতো ভারতে পৌঁছানোর পর ক্রিকেট থেকে শুরু করে বলিউড পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণে ভুল করেন তিনি।

_108891780_trump_modi_976getty

প্রথমবারের মতো দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসা মার্কিন প্রেসিডেন্ট ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। মোতেরা স্টেডিয়ামে `নমস্তে’ বলে নিজের বক্তব্য শুরু করেন তিনি। সাথে সাথে তুমুল করতালিতে ফেটে পড়ে হাজার হাজার জনতা। তবে তিনি একের পর এক ভুল উচ্চারণ করতে থাকেন।

বিবিসির প্রতিনিধি রজিনি বৈদ্যনাথ জানান, ভারতের ক্রিকেট ঈশ্বর হিসেবে খ্যাত শচীন টেন্ডুলকারকে এদিন তিনি সুচিন টেন্ডুলকার বলে বসেন। এছাড়া বলিউডের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘শোলে’কে বলেন শোজে। স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে না পেরে তিনি বলেন, স্বামী বিবেকামান্নান।

ট্রাম্পের বক্তব্যের মাঝপথেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন ভারতীয়রা। তার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে।