চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার সকালে ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯১৪। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।noname
ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, নতুন করে আরও ২০২ জনের শরীরের এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজারে দাঁড়ালো।

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ম্যাকাউতে আরও ৯৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ফ্রান্স, রাশিয়া, স্পেন, ভারত, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

চীনের বাইরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে। দেশটিতে একজন এমপিসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরীয় নাগরিকরা। দেশটিতে  ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।