চীনে করোনা আক্রান্তদের ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

চীনে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন বা আলাদা করে রাখার জন্য ব্যবহৃত হোটেল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এখনও ভেতরে আটকা রয়েছেন অন্তত ২৩ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।12
শনিবার ফুজিয়ান প্রদেশের কুয়ানঝো শহরে অবস্থিত পাঁচতলা ওই হোটেলটি ধসে পড়ে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ওই এলাকার আক্রান্তদের সেখানে রাখা হয়েছিল।

ধসের সময় হোটেলটিতে আটকা পড়ে অন্তত ৬৭ জন। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ধসে পড়ার সময় ভবনটির প্রথম তলায় সংস্কারের কাজ চলছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা হোটেলটির ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছেন। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। ২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে ৮০টি কামরা রয়েছে।

যে ফুজিয়ান শহরে হোটেলটি ধসে পড়েছে সেখানে ২৯৬ জনের করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে ১০ হাজারেরও বেশি মানুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।