এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেন মুকেশ আম্বানি

এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারিয়েছেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। মঙ্গলবার ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাকে টপকে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’ গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। ব্লুমবার্গ বলছে, করোনা ভাইরাস ও জ্বালানি তেলের পড়তি দামের কারণে আম্বানিকে ছাড়িয়ে গেছেন জ্যাক।

noname

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে। সোমবার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। একই সঙ্গে গেল তিন দশকের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ঘটনার প্রভাবেই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশের মোট সম্পদের পরিমাণ একদিনে কমে গেছে ৫৮০ কোটি ডলার। এতে সম্পদের হিসেবে জ্যাক মার আম্বানির চেয়ে ২৬০ কোটি ডলার এগিয়ে গেছেন।

এর আগে ২০১৮-র মাঝামাঝি অ্যাম্বানির কাছে এশিয়ার শীর্ষ ধনীর শিরোপা হারিয়েছিলেন জ্যাক মা। মোট ৪ হাজার ৪৫০ কোটি ডলার মূল্যমানের সম্পদের মালিক জ্যাক মা সেই হারানো শিরোপাই ফিরে পেলেন।

তিন দশকের মধ্যে তেলের দাম সর্বনিম্ন আর বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে তীব্র আর্থিক মন্দার আশঙ্কা ঘনীভূত হয়েছে। ১৯৯১ সালের জানুয়ারির পর এবার সর্বোচ্চ দরপতন হয়েছে তেলের বাজারে। উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতিতে মুকেশের মূল সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ আর এক বছরের মধ্যে যাবতীয় ঋণের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এর জেরে রিলায়্যান্সের শেয়ারের দরে ২০০৯ সালের পর সর্বোচ্চ পতন হয়েছে। 

চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি, সেই দেশের প্রতিষ্ঠান হয়েও আলিবাবার ব্যবসায় অর্থনৈতিক মন্দার প্রভাব কম পড়েছে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসার মধ্যে বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিং আর মোবাইল অ্যাপসের ব্যবসা অন্যতম। সেই ব্যবসায় করোনার তেমন একটা প্রভাব পড়েনি। আর তাই ক্ষতি কম হয়েছে তাদের।