বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় মনোনয়ন পেলেন জ্যোতিরাদিত্য

কংগ্রেস ছেড়ে অবশেষে বিজেপিতে যোগ দিয়েছেন মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত লোকসভার আইনপ্রণেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর কিছুক্ষণের মধ্যেই পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচনে তাকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।noname

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার কংগ্রেস থেকে পদত্যাগ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার সঙ্গে পদত্যাগ করেন মধ্যপ্রদেশ বিধানসভার ২১ জন আইনপ্রণেতা। এতে পতনের মুখে পড়েছে কংগ্রেস শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী কমলনাথের সরকার।

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় মধ্যপ্রদেশের নির্ধারিত আসন সংখ্যা ১১টি। এর মধ্যে শুন্য রয়েছে তিন আসন। এই আসনগুলোর প্রার্থী নির্বাচনে আগামী ২৬ মার্চ ভোট দেবেন আইনপ্রণেতারা। নিজ সূত্রের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যসভায় নির্বাচনে প্রার্থী করায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সবুজ সংকেত দিতে অস্বীকার করে কংগ্রেস। এরপরই তার দিকে ওই প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন বিজেপি নেতা অমিত শাহ। বিজেপিতে যোগ দেওয়ার শর্তে তাকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। আর তা লুফে নেন জ্যোতিরাদিত্য।

২০০২ সালে পিতা মাধবরাও সিন্ধিয়ার মৃত্যুতে শুন্য হওয়া গুনের আসন থেকে ৩১ বছর বয়সে লোকসভায় প্রথম নির্বাচিত হন জ্যোতিরাদিত্য। পরে তিনি বিভিন্ন কংগ্রেস সরকারের সময়ে কেন্দ্রীয় মন্ত্রীও নির্বাচিত হয়েছেন।