অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডিউটন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ডিউটন জানান, তার শরীরের তাপমাত্রা বেড়েছে এবং গলা ব্যাথা রয়েছে। শুক্রবার তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অস্ট্রেলিয়ায় বর্তমানে ১৫৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কসও রয়েছেন। স্ত্রী রিটা উইলসনকে সঙ্গে নিয়ে হ্যাঙ্কস অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ে গিয়ে ওই ভাইরাসে আক্রান্ত হন।
শুক্রবার সকালে কুইন্সল্যান্ড থেকে এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডিউটন বলেন, ‘আজ সকালে আমি গলা ব্যাথা ও জ্বর নিয়ে ঘুম থেকে উঠি’। এরপর স্থানীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারাই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।