করোনায় আক্রান্ত ইরানি সেনা কমান্ডারের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের প্রভাবশালী এক সেনা কমান্ডার। আইআরজিসি মুখপাত্র রামিজান শরিফ জানিয়েছেন, শুক্রবার ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) সিনিয়র কমান্ডার নাসের শাবানির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় তাদের বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হলো। ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ১৯৮২ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় ক্যারিয়ার শুরু করেন নাসের শাবানি।আইআরজিসি কমান্ডার নাসের শাবানি

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতোমধ্যে ১৪৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫১৪ জন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ১৩ জন। ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৫২৯ জন।

করোনা ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া আইআরজিসি কমান্ডার নাসের শাবানি বর্হিবিশ্বে আলোচনায় আসেন ২০১৮ সালে। ওই বছর বাব আল মনিদেব উপত্যকায় দুটি সৌদি ট্যাংকারে হামলার পর তিনি স্বীকার করে নেন যে, তেহরানের নির্দেশে হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।