৮৫ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইরানের কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে রাজনৈতিক বন্দিরাও রয়েছেন। তবে কবে নাগাদ তাদের আবারও কারাগারে ফিরতে হবে তা স্পষ্ট করা হয়নি। মঙ্গলবার দেশটির এক মুখপাত্র জানান, ভাইরাসটি ঠেকাতে কারাগারগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।noname  

করোনা ভাইরাসের বিস্তারে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি চাপে পড়েছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৯৮৮ জন। আক্রান্ত হয়েছে ১৬ হাজারেরও বেশি মানুষ।

মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেন ইসমাইলি বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত কারণে মুক্তি দেওয়া বন্দিদের অর্ধেকই নিরাপত্তা-সংক্রান্ত বন্দি ছিলেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে হাজির করা এক পরিসংখ্যানে এক লাখা ৮৯ হাজার পাঁচশো বন্দি থাকার কথা স্বীকার করে ইরান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ইরানের কারাগারগুলোর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।