যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, আক্রান্ত ১০ হাজার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ১০ হাজার ৭৫৫ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে।

thumbs_b_c_2bb9fa7d45cf8c04a77a90b3f2ec0f8a

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার।  বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৯২ জন।

গত শুক্রবার কোভিড-১৯ নামের ওই ভাইরাসের বিস্তার ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপর গত সোমবার এই মহামারি রোধে মার্কিন নাগরিকদের জন্য কড়া নির্দেশিকা জারি করেন তিনি।

ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মারা যাওয়ার বিষয়টি ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ৫০ বছর বসয়ী ওই নারী মারা যান ২৯ ফেব্রুয়ারি। এ পর্যন্ত ২২টি অঙ্গরাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৪ জনের মৃত্যু হয়েছে।