বাহরাইনে জুমার নামাজ বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস ঠেকাতে পবিত্র জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে বাহরাইন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির সুন্নি এন্ডোমেন্টস অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

ফাইল ছবি: বাহরাইনের রাজধানী মানামায় মাস্ক পরিহিত পথচারী

করোনা ভাইরাসে বাহরাইনে এখন পর্যন্ত ২৭৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ পর্যন্ত ভাইরাসমুক্ত তথা সুস্থ হয়ে উঠেছেন ১১০ জন।

এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জুমার নামাজ বন্ধ রাখার নির্দেশ বলবত থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিনের ৫ ওয়াক্তের নামাজ স্বাভাবিকভাবে মসজিদে অনুষ্ঠিত হবে।