করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।  বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে দশটা পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪৪১ জন।

noname

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। ৭০ তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক চীনের বাইরে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন। এদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩৯ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ১৫০ জন।

চীনের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইতালিতে। সেদেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৫ জন। চীনকে ছাড়িয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৪৪০ জন।

ইরানে ১৮ হাজার ৪০৭ জন মানুষ আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬ জন। আর মারা গেছে ১ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৭১০ জন।

ওয়ার্ল্ড ওমিটারস-এর পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার পর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সারাবিশ্বে নতুন করে ৮৫৬ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর প্রাণ হারিয়েছে ১৭ জন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯ জন, চীনে ৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩ জন আর পেরুতে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।