X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

গাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১৭:০৭আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭:০৭

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মূল আলোচ্য বিষয়ের একটি হবে গাজায় যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের বিজয় উদযাপন। তাদের বৈঠক গাজার যুদ্ধ থামানোর সুযোগ এনে দিতে পারে। তবে ব্যক্তিগত স্বার্থ ও জটিল রাজনৈতিক সমীকরণ এই সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ বছর এটি হবে নেতানিয়াহুর তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে বৈঠক। দুই নেতাই দাবি করেছেন, ১২ দিনের এক সামরিক অভিযানে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ‘পুরোপুরি ধ্বংস’ করেছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আবার কার্যক্রম শুরু করলে বোমাবর্ষণ আবারও শুরু হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে ইসরায়েল সম্মত হয়েছে। এতে করে ২১ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থামিয়ে সব পক্ষকে স্থায়ী সমাধানের পথে এগোনোর সুযোগ তৈরি হবে।

৪ জুলাই কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস একটি ‘ইতিবাচক’ সাড়া দিয়েছে। এরপর ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, আগামী সপ্তাহে একটি চুক্তি হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে আমি খুব কঠোরভাবে কথা বলবো।

তবে ইসরায়েল পরে জানায়, হামাস চুক্তিতে কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে যা তাদের কাছে ‘গ্রহণযোগ্য নয়’। ইসরায়েলি আলোচকরা কাতারে গিয়ে এ বিষয়ে আলোচনা করবেন।

চুক্তির যে খসড়া আল জাজিরা দেখেছে, তাতে বলা হয়েছে—৬০ দিনের যুদ্ধবিরতি চলবে এবং গাজায় জিম্মি থাকা ৫৮ জন ইসরায়েলিকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে।

গাজা যুদ্ধের কারণে অন্তত ৫৭ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন একে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছে।

তবে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ওমর রহমান বলেন, যেভাবে আলোচনাগুলো চলছে, তাতে আমি সন্দিহান।

তিনি বলেন, ট্রাম্পের আগ্রহ আসলে ইসরায়েলিদের মুক্তি, গাজার মানুষের দুঃখ-কষ্ট লাঘব নয়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ মাইরাভ জন্সেইন বলেন, চুক্তি হতে পারে, তবে সেটি টিকবে কিনা তা অনিশ্চিত।

তিনি আরও বলেন, ইসরায়েল অনেক সময়ই গাজায় আকস্মিকভাবে বোমা বর্ষণ করে বিনা প্রতিক্রিয়ায়। এমন ক্ষেত্রে যুদ্ধবিরতি স্থায়ী নাও হতে পারে।

গাজার সাংবাদিক ইয়াসের আল-বান্না বলেন, মানুষ দুইভাগে বিভক্ত।  এক পক্ষ মনে করে এবার কিছু পরিবর্তন হবে। আরেক পক্ষ নেতানিয়াহুকে অবিশ্বাস করে।

তার মতে, গাজায় প্রায় অর্ধেক মানুষ অত্যন্ত হতাশ। তবে বাকিরা আশাবাদী, কারণ এবার ইসরায়েল, ফিলিস্তিন, আরব রাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে যুদ্ধ শেষ করার দিকে।

তবে নেতানিয়াহু বারবার বলেছেন, পুরোপুরি বিজয় ছাড়া যুদ্ধ শেষ হবে না। কিন্তু এই বিজয়ের সংজ্ঞা তিনি কখনোই স্পষ্ট করেননি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প নিজের কূটনৈতিক কৃতিত্ব দেখাতে বড় চুক্তির খোঁজে থাকেন। সোমবারের বৈঠকে তিনি হয়ত দাবি করবেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছেন’ এবং ‘ইসরায়েলিদের মুক্ত করেছেন’। তিনি চাইছেন, গাজার বিষয়টি মিটিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর সঙ্গে আরও স্বাভাবিকীকরণ চুক্তি করতে।

জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক খালেদ এলগিন্ডি বলেন, ট্রাম্প চান ইসরায়েলি বন্দিদের মুক্তি ও একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ইঙ্গিত। তাহলে নিজেকে বিশ্বজয়ী বলার সুযোগ পাবেন।

তবে নেতানিয়াহুর জন্য এই লক্ষ্য অর্জন রাজনীতির জটিল পথে ঠেকেছে।

২০২৬ সালের অক্টোবরের আগে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা। তবে নেতানিয়াহু যদি জিম্মিদের ফেরাতে পারেন, তাহলে আগাম নির্বাচন ডেকে তিনি জনসমর্থন পেতে পারেন।

অন্যদিকে, স্থায়ী যুদ্ধবিরতি মানে তার জোট সরকার ভেঙে যেতে পারে। কারণ তার ডানপন্থি শরিকরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে।

ইউরোপিয়ান ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের হিউ লোভাট বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতির শেষে নেতানিয়াহু হয় নির্বাচন ডেকে যুদ্ধ থামাতে পারেন। নয়তো আবার হামলা শুরু করবেন জোট টিকিয়ে রাখতে।

নেতানিয়াহু নিজ দেশে জালিয়াতি ও ঘুষের মামলায় অভিযুক্ত। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিচার প্রক্রিয়া বিলম্বিত করেছেন এবং অনুগত বিচারপতিদের নিয়োগ দিয়েছেন।

ট্রাম্প এ বিষয়ে ভালো করেই জানেন। গত ২৫ জুন তিনি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হোক। তিনি মামলাকে বলেছেন ‘ডাইনি খোঁজা’।

অধ্যাপক খালেদ এলগিন্ডির মতে, ট্রাম্প চাইছেন যে যুদ্ধবিরতির বিনিময়ে নেতানিয়াহুর বিচার বন্ধ করা হোক। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি মামলা না তোলা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করতে পারে।

২৮ জুন এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়। আমরা এটি চিরকাল মেনে নেব না।

এলগিন্ডি বলেন, আমি মনে করি না ট্রাম্প এটা বাস্তবে করবেন। তবে ব্ল্যাকমেইল ও চাপ প্রয়োগই তার কূটনীতির ধরন।

তবে নেতানিয়াহুকে ক্ষমা করার এখতিয়ার রয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের হাতে। এখন পর্যন্ত এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি তাকে ক্ষমার উদ্যোগের। 

ক্রাইসিস গ্রুপের জন্সেইন বলেন, অনেক আইনজীবী বহু বছর ধরে বলে আসছেন, নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতা করে তাকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার শর্তে ক্ষমা করা হোক। কিন্তু নেতানিয়াহু যদি রাজনীতি ছাড়তে ইচ্ছুক হতেন, তাহলে এতদিনে তা করে ফেলতেন।

/এএ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সর্বশেষ খবর
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদের গোলাগুলি: আগ্নেয়াস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার
টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদের গোলাগুলি: আগ্নেয়াস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার
‘গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে’
‘গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে’
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’