প্রকৌশলীর বিনিময়ে ফরাসি গবেষককে মুক্তি দিয়েছে ইরান

কারাবন্দি এক ফরাসি গবেষককে মুক্তি দিয়েছে ইরান। বিনিময়ে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তরের হুমকি পাওয়া এক ইরানি প্রকৌশলীকে মুক্তি দিয়েছে ফ্রান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই প্রকৌশলী ও গবেষক নিজ নিজ দেশে রওনা হয়েছেন।noname

২০১৯ সালের জুন থেকে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ইরানে কারাবন্দি ছিলেন ফরাসি গবেষক রোনাল্ড মার্শাল। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রনের কার্যালয় থেকে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়। এদিনই ফ্রান্সে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে ইরানের বিচার ব্যবস্থার বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, ইরানি প্রকৌশলী জাল্লাল রুহুল্লাহনেজাদ শুক্রবার ফ্রান্সের কারাগার থেকে মুক্তি পেয়েছে। পরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায় একটি ফ্লাইটে করে দেশে রওনা দিয়েছেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে এক বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সের কারাগারে বন্দি ছিলেন তিনি। গত ১১ মার্চ তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন করে একটি ফরাসি আদালত। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে মুক্তি দেয় ফ্রান্স।

উল্লেখ্য, এর আগে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির সঙ্গে বন্দি বিনিময় করেছে ইরান।