রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে তদন্তের আবেদন খারিজ

Rahul Gandhiভারতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধী ভারতের নাগরিক নন, তিনি  ব্রিটেনের নাগরিক বলে অভিযোগ করেছিলেন বিজেপি’র জ্যেষ্ঠ নেতা সুব্রমনিয়াম স্বামী।
গত ১৬ নভেম্বর রাহুলের নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করার দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এম এল শর্মা নামে এক আইনজীবী। এ নিয়ে দ্রুত শুনানি করার আবেদন আগেই খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
সোমবার প্রধান বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি অমিতাভ রায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ওই জনস্বার্থ পিটিশনটি খারিজ করে দিয়ে এটি ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে উল্লেখ করে।
‘জনস্বার্থ পিটিশন ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না’ উল্লেখ করে পিটিশনের সঙ্গে যেসব নথি জমা দেয়া হয় তার বৈধতা এবং গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে আদালত।
কয়েকদিন আগে বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী অভিযোগ করেন, ব্রিটেনের ‘ব্যাকপস লিমিটেড’ নামে  একটি সংস্থার বার্ষিক রিটার্নে রাহুল গান্ধী নিজেকে ব্রিটেনের নাগরিক বলে ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে নালিশ জানান তিনি।
রাহুল সংবিধানবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ করে তার এমপি পদ কেড়ে নেয়ারও দাবি তোলেন সুব্রমনিয়াম। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা অবশ্য সুব্রমনিয়াম স্বামীর দাবি সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করে দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/