করোনা মোকাবিলায় ইতালিতে ডাক্তার ও নার্স পাঠাচ্ছে কিউবা

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি উপদ্রুত দেশ ইতালিতে ডাক্তার ও নার্স পাঠিয়েছে কিউবা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালির সবচেয়ে বেশি উপদ্রুত এলাকা লোমবার্দে কর্তৃপক্ষের অনুরোধে চিকিৎসা কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিউনিস্ট শাসিত দেশটি।noname

১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে সারা বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশের বিভিন্ন দুর্যোগে চিকিৎসাকর্মী পাঠিয়েছে কিউবা। ২০১০ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণ এবং হাইতির কলেরার প্রাদুর্ভাব মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিউবার চিকিৎসকেরা। তবে এবারে প্রথমবারের মতো বিশ্বের অন্যতম ধনী দেশ ইতালিতে জরুরি সেবা দিতে চিকিৎসক পাঠাচ্ছে দেশটি।

ইতালিতে চিকিৎসাকর্মী পাঠানোর আগে সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলায় ভেনেজুয়েলা, নিকারাগুয়া, জামাইকা, সুরিনাম ও গ্রানাডায় চিকিৎসক পাঠিয়েছে কিউবা।

ইতালিতে রওনা দেওয়ার আগে চিকিৎসক দলের সদস্য ও একজন নিবিড় পরিচর্যা কেন্দ্র বিশেষজ্ঞ লিওনার্দো ফার্নান্দেজ বলেন, ‘আমরা সবাই ভীত কিন্তু আমাদের বৈপ্লবিক দায়িত্ব পালন করতে হবে। সেকারণে ভয় পেছনে ফেলে রওনা দিচ্ছি আমরা’। তিনি বলেন, ‘যে বলে তার ভয় নেই, সে একজন সুপারহিরো কিন্তু আমরা সুপারহিরো নই আমরা বিপ্লবী চিকিৎসক’। ৬৮ বছর বয়সী ফার্নান্দেজ জানান এনিয়ে অষ্টম বারের মতো কোনও আন্তর্জাতিক মিশনে যাচ্ছেন তিনি। লাইবেরিয়ায় ইবোলা মোকাবিলার সময়েও তিনি সেখানে গিয়েছিলেন।  

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওষুধ আর হাসপাতালের সংকট থাকলেও কিউবার স্বাস্থ্য ব্যবস্থা এখনও বিশ্বের বহু দেশ থেকে উন্নত। দেশটিতে নাগরিক অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনও বিশ্বের যেকোনও দেশের চেয়ে বেশি।