করোনায় উদ্বিগ্ন ভারত, আবারও জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভাষণে মহামারি রোধে গুরুত্ব দিক নির্দেশনা দেওয়া হবে বলে এক টুইট বার্তায় ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাত আটটায় ভাষণ দেবেন মোদি।

নরেন্দ্র মোদি

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভাষণে জনতাে কারফিউ পালনের ঘোষণা দেন তিনি। সেই অনুযায়ী রবিবার ভারতজুড়ে ১৪ ঘণ্টার কারফিউ পালন করা হয়। তারপর থেকে প্রায় পুরো ভারতই কার্যত লকডাউন হয়ে আছে। পাঞ্জাবের মতো কয়েক রাজ্যে জারি করা হয়েছে কারফিউ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মোট ৪৯৯ জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে দশ জন। এর  মধ্যে বিগত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৩ জন আর মারা গেছে তিন জন।

ভারতের বেশিরভাগ অঞ্চলে বন্ধ রয়েছে ট্রেন ও মেট্রো সার্ভিস এবং আন্তঃরাজ্য বাস চলাচল। বুধবার থেকে বন্ধ হচ্ছে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল।