করোনায় লন্ডনে আরেক বাংলাদেশির মৃত্যু

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে এক দিনের ব্যবধানে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) লন্ডনের হুমারটন হাসপাতালে মারা যান প্রবাসী সৈয়দ আশরাফ চৌধুরী (৫৪)। তার বাড়ি বাংলাদেশের সিলেটের কদম রসুলে।noname

ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হয়ে মঙ্গলবার  পুর্ব লন্ড‌নের র‌য়্যাল লন্ডন হাসপাতালে দুই ব্রিটিশ বাংলাদেশি মারা যান। তারা হলেন জমসেদ আলী (৮০) ও খছরু মিয়া (৪৯)।বুধবার তৃতীয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সৈয়দ আশরাফ চৌধুরীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকেন স্বজনেরা। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭ জন আর মারা গেছে ৪২২ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৫ জন। আর বুধবার বিকেল পর্যন্ত এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে, ৪ লাখ ২৮ হাজার ২২০ জন আর মারা গেছে  ১৯ হাজার ১০১ জন। আর আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ নয় হাজার ২৪১ জন।