করোনায় স্পেনে মৃত্যুর নতুন রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে এক দিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬৯ জন। এর আগে গত বুধবার এক দিনে দেশটিতে ৭৩৮ জনের মৃত্যু হয়।noname

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়তে শুরু করা মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে ইউরোপে আক্রান্ত দেশগুলোর অন্যতম স্পেন। ইতালির পর এই দেশটিতেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে।

স্পেনের সরকারি হিসাবে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩৫৭ জন।

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে স্পেন। দেশটির কর্মকর্তারা বলছেন, তারা এখন একটি সত্যিকার যুদ্ধ মোকাবিলা করছেন।