স্পেনে মৃতের সংখ্যা ১১ হাজার অতিক্রম করেছে

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ হাজার অতিক্রম করেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ৪ এপ্রিল শনিবার ভোর সকাল পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৭১০। এর মধ্যে ১১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৫১৩ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্পেনে মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে সাত হাজার ১৩৪।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক করোনাভাইরাস। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যে মন্দা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সে রকমটা সম্ভবত নিকট অতীতে দেখা যায়নি।