ইতালিতে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মো. সালাউদ্দিন ছৈয়াল (৪৬) নামে ওই ব্যক্তি স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে  বেরগামোর একটি হাসপাতালে মারা যান।  মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

noname

করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে মিলানে তিন জন এবং ভেনিস, নাপোলি ও বেরগামোতে একজন করে বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া সালাউদ্দিন ছৈয়াল করোনায় আক্রান্ত হয়ে ২০ দিন আগে বেরগামোর একটি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরেই তিনি বেরগামো শহরে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। তিনি বেরগামো সেন্ট্রাল মসজিদের সভাপতি ছিলেন।  

সালাউদ্দিন ছৈয়ালের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। তার মৃত্যুতে ইতালির বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।